Recent Post

সরলরেখা (স্থানাক ও দূরত্ব)


দুই বিন্দুর দূরত্ব সম্পর্কিত:
·         অক্ষ থেকে P(x,y) বিন্দুর দূরত্ব =| X | একক এবং অক্ষ থেকে P(x,y) বিন্দুর দূরত্ব = | Y |
·         মূলবিন্দুর স্থানাক (0,0)
·         X অক্ষের উপর প্রতিটি বিন্দুর কোটি শুন্য এবং এর উপর যে কোন বিন্দুর স্থানাক (x,0) ধরা হয়
·         Y অক্ষের উপর প্রতিটি বিন্দুর ভুজ শুন্য এবং এর উপর যে কোন বিন্দুর স্থানাক (0,Y) ধরা হয়
·         (x1,y1) (x2,y2)  বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব      

নিজেকে যাচাই কর :
1.        (4,-3) ও (2,5) মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর
2.        কোন বিন্দুর কোটি 3 এবং বিন্দুটির দূরত্ব (8, -6) বিন্দু হতে 15 একক হলে এর ভুজ কত
3.        একটি বিন্দুর ভুজ এর কোটির তিনগুন (5,10) বিন্দু হতে এর দূরত্ব 65 একক হলে বিন্দুটি নির্ণয় কর (সমাধানের নিয়ম  যার সাথে এর তাকে ধরে নিব )
4.        Y অক্ষ (7,2) হতে (a,5) এর দূরত্ব সমান হলে a এর ম্যান নির্ণয় কর
5.        কোন দুটি  বিন্দু X ও Y অক্ষদ্বয় হতে যথাক্রমে 2 3 একক দূরে অবস্থিত হলে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর
সৃজনশীল :
*** লুৎফর সাহেব X  অক্ষের উপর m পরিমান হেঁটে থেমে গেলেন তিনি দেখলেন পার্কের ভিতর (-5,8) বিন্দুতে   মিসেস রেহেনা বসে আছেন
                ক)  লুৎফর সাহেব যেখানে থেমে গেছেন সেই বিন্দুর স্থানাক নির্ণয় কর ।
                খ) লুৎফর সাহেব হতে মিসেস রেহেনার দূরত্ব সমান হলে m এর মান নির্ণয় কর ।
                গ) লুৎফর সাহেব ও মিসেস রেহেনার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর ।
ত্রিভুজ নিয়ে গাল গল্প
সমতলীয় জ্যামিতির ভাষায় তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় এটি একটি বহুভুজ, যার তিনটি ছেদচিহ্ন তিনটি প্রান্ত থাকে।
বাহুর দৈর্ঘ্যের ভিত্তিতে :
সমবাহু ত্রিভুজ - যার তিনটি বাহুরই দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান ৬০° হয়। ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো যোগ করলে আরেকটি সমবাহু ত্রিভুজ হয় এবং ইহার ক্ষেত্রফল মূল ত্রিভুজের ক্ষেত্রফলের এক চতুর্থাংশ হবে।সমবাহু ত্রিভুজের যেকোন শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব কোণ বাহুর উভয়ের সমদ্বিখন্ডক।

·         (x1,y1) (x2,y2)  মধ্যবিন্দুর স্থানক  
·         (x1,y1) , (x2,y2)  (x3,y3) ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু হলে ভরকেন্দ্রের স্থানাক 
  

·         সমকোণী ত্রিভুজের শর্ত যেকোনো দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর সমান ।

সমদ্বিবাহু ত্রিভুজ - যার যে-কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ ৯০° হলে অপর সমান দুইটি বিপরীত কোণ ৪৫° করে হবে। সমান সমান বাহুর বিপরীত কোনগুলো পরস্পর সমান। মধ্যমা দুটি পরস্পর সমান।
বিষমবাহু ত্রিভুজ - যার তিনটি বাহুর দৈর্ঘ্য তিন রকম। বিষমবাহু ত্রিভুজের তিনটি কোণ- পরস্পরের সঙ্গে অসমান হয়। যেকোন ২টি বাহুর সমষ্টি ৩য়য় বাহু অপেক্ষা বৃহত্তর।

নিজেকে যাচাই কর :
1.     দেখাও যে, (a,a) , (-a,-a) এবং (-a3,a3) বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ।
2.     একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষ বিন্দুর স্থানক (2,4) এবং (4,2) হলে তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানক নির্ণয় কর ।
3.     একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু A(4,5) B(2,-25) এবং  C(4, 25) । A বিন্দু হতে  BC এর উপর লম্ব অঙ্কন করলে লম্বের ছেদ বিন্দুর স্থানাক নির্ণয় কর ।
4.     একটি ত্রিভুজের দুটি শীর্ষ বিন্দু যথাক্রমে (2,7) , (6,1) এবং এর ভরকেন্দ্র (6,4) হলে তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানক নির্ণয় কর
5.     একটি ত্রিভুজের শীর্ষত্রয় (0,0) (0,8) এবং  (4,0) হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ও পরিব্যাস নির্ণয় কর ।

সৃজনশীল :
A(12,8), B(2,-6) এবং C(6,0) বিন্দুত্রয় কোনো ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু
                ক ) অক্ষ হতে C বিন্দুর দূরত্ব নির্ণয় কর ।
) A হতে BC এর উপর লম্বের দৈর্ঘ নির্ণয় কর
) প্রমান কর যে ত্রিভুজ ABC সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ
চতুর্ভুজ নিয়ে গাল গল্প
চতুর্ভুজ হচ্ছে একটি সমতলে চারটি বাহু বিশিষ্ট ক্ষেত্র। সমতল জ্যামিতিতে বেশ কয়েক ধরণের চতুর্ভুজ বিদ্যমান।
আয়ত: যে চতুর্ভূজের বিপরীত বাহু গুলো সমান সমান্তরাল এবং কোণ গুলো সমকোণ,তাকে আয়ত বলে। কর্ণদ্বয় পরস্পর সমান । কর্ণদ্বয় মধ্য বিন্দুতে ছেদ করে।
বর্গ:যে চতুর্ভূজের টি বাহু পরস্পর সমান এবং কোণ গুলো সমকোণ, তাকে বর্গ বলে। বর্গ একটি আয়ত। কর্ণ দুটি বর্গ কে সমান টি ত্রিভুজে বিভক্ত করে।
সামান্তরিক:যে চতুর্ভূজের বিপরীত বাহু গুলো সমান সমান্তরাল কিন্তু কোনো কোণ- সমকোন নয়,তাকে সামান্তরিক বলে।
রম্বস:যে চতুর্ভূজের চারটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণ- সমকোণ নয়,তাকে রম্বস বলে।
নিজেকে যাচাই কর :
1.     কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাক (1,-2),(7,4) তৃতীয় শীর্ষের স্থানাক (-3,6) হলে চতুর্থ শীর্ষের স্থানাক নির্ণয় কর ।
2.     P বিন্দু হতে (1,-1) (9,7) এবং (1,7) বিন্দু তিনটির দূরত্ব সমান হলে P বিন্দুর স্থানাঙ্ক কত ।
3.     (-5,6) বিন্দু হতে অক্ষদ্বয়ের উপর যদি দুটি লম্ব টানা হয় তাহলে মূলবিন্দু সহ যে ক্ষেত্র সৃষ্টি হবে তার ক্ষেত্রফল নির্ণয় কর ।
4.     প্রমান কর যে (3,-5), (9,10), (3,25) এবং (-3,10) বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষ বিন্দু ।

সৃজনশীল :
অক্ষদ্বয় হতে  4 একক দূরে দুটি লম্ব পরস্পর P(5,-6) বিন্দুতে ছেদ করে
                ক) বিন্দু হতে মূলবিন্দুর দূরত্ব নির্ণয় কর ।
খ) গঠিত ক্ষেত্রের প্রকৃতি নির্ণয় কর ।
গ) গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর ।



আরো যত গল্প থাকতে পারে
·         তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শুন্য হলে বিন্দুত্রয় সমরেখ হবে ।
·         দুটি বিন্দুর সংযোগ রেখা মূলবিন্দুগামি হবে যদি ও কেবল যদি মূলবিন্দুর সাথে বিন্দুদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজ এর যেকোন দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর সমান হয় । 
জ্যামিতি তে বৃত্তের ব্যাস হলো কেন্দ্রগামী সরলরেখা যার প্রান্তবিন্দুদ্বয় পরিধিস্থ তবে,  রেখাংশের দৈর্ঘ্যকেও ব্যাস বলা হয়। কোনো বৃত্তের সকল ব্যাস সমান এবং ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা

  1. 1.     একটি বৃত্তের কেন্দ্র (5,3) এবং ব্যাসার্ধ 5 একক বৃত্তটির একটি  জ্যা (3,2) বিন্দুতে সমদ্বিখণ্ডিত্ব হলে তার দৈর্ঘ্য নির্ণয় কর  
  2. 2.     একটি বৃত্তের কেন্দ্র (11,2) এবং ব্যাসার্ধ 10 ঐ বৃত্তের যে জ্যা এর মধ্যবিন্দুর (2,-1) দেখাও যে তার দীর্ঘ 210.
  3. 3.     দেখাও যে , (15,-9) ও (-5,3) এর সংযোগ রেখা মূলবিন্দুগামী ।